আর নয় স্বপ্ন ভঙ্গ
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২০; সময়: ৪:২০ অপরাহ্ণ |
খবর > শিল্প-সাহিত্য
মনিরুজ্জামান মুন
ঐ যে মিছিল যায় রাজপথ কাঁপিয়ে
মৃত্তিকা দাপিয়ে,
তুমি সেই মিছিলের মধ্যমণি।
ঐ যে ছন্দ হৃদয় ছোঁয়
মিছিলের তীক্ষ্ণ শব্দমালার,
বেদনা সুরভিত ফুলের,
তুমিই সেই ফুলের গহীন সুবাস।
ঐ যে একলা ঘরে কবি,
শব্দের কারুকাজে বাক্যের ভাজে ভাজে
ফুটে তোলে প্রেম অপ্রেমের পংক্তিমালা,
আজন্ম বন্ধ সব দুয়ারে ভালোবাসার কড়া ঘাতে
তুমিই খোলো তালা।
তুমি নারী,
শূন্যতায় তোমার হৃদয় জুড়ে খাঁ খাঁ একটা বাড়ি,
তোমার নামেই আকাশের কপালে জ্বলে ওঠে রবি,
তোমার নামেই রাত্রির শিথানে নির্ঘুম যত ছবি।
অভিশপ্ত বাতাসে
হবে না আর কোন স্বপ্ন ভঙ্গ তোমার নামে,
ছিনিয়ে নেব ভোর, ছিনিয়ে নেব অধিকার
মিছিলের দামে।।