আজ আর কিছু নেই
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২০; সময়: ১১:২৪ পূর্বাহ্ণ |
খবর > শিল্প-সাহিত্য
রুদ্র অয়ন
আমার একটা
শিউলি ঝরা ভোর ছিলো।
বরর্শি দিয়ে
নদীতে মাছ ধরার
একটা দুপুর ছিলো।
ছিলো ডাংগুলি খেলার
স্বপ্নিল বিকেল।
প্রতিদিন মনের সুখে
স্কুলে যাওয়ার
সোনালি দিন ছিলো।
মায়ের আদর
বাবার শাসন আর
দূরন্ত কৈশোর ছিলো।
চারদিকে শুধুই আনন্দ
আর আলো ছিলো।
গাছে গাছে ফুল, পাখি,
নদীর জলে নৌকা,
লঞ্চের হুইসেল আর
আইসক্রিমওয়ালার ডাক ছিলো।
কাউকে ভালোলাগার
একটি সুন্দর মন ছিলো।
ভালোলাগা-ভালোবাসার
একটা মানুষ ছিলো।
আজ আমি আছি ঠিকই
কিন্তু এগুলোর আজ
আর কিছু নেই, কিচ্ছু নেই!