মাহাবুবা লাভীনের কবিতাগুচ্ছ

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২০; সময়: ৭:২৫ অপরাহ্ণ |
মাহাবুবা লাভীনের কবিতাগুচ্ছ

রক্তগোলাপ

আমি এখনও লাল গোলাপ দেখে শিহরিত হই
আমি জানি এসব গোলাপ ফুটেছিলো
একাত্তরের কোনো এক সকালে
হয়তো সেদিন পার্কে একগুচ্ছ গোলাপ হাতে
দাঁড়িয়ে ছিলো মেয়েটি তার প্রিয়তম প্রেমিকের জন্য

চোখে ছিলো প্রতীক্ষার ব্যাকুলতা,
সারাদিন অপেক্ষার পালা শেষে
ফিরতি পথে হেঁটে যেতে যেতে
খসে পড়েছিলো গোলাপের পাপড়ি,
শহরের বুকে পিচঢালা পথের
তাজা রক্তের লালে আরও
হয়ে উঠেছিলো লাল
শহর ছেয়েছিলো লাল গোলাপে…
বারুদগন্ধ শহরের পথ থেকে সেসব গোলাপ
কুড়িয়ে নিয়েছে পিতৃহারা শিশু,
ভাই-হারা আদরের বোন…
অথবা সদ্য বিবাহিতা নারী
যে খোঁপায় গুঁজেছিলো সেই রক্তগোলাপ;

 

চলো ভুলে যাই

চলো ভুলে যাই সব
আমাদের হেঁটে চলা
আম মুকুলের ঘ্রাণ নেওয়া
আর ভুলে যাই ড্রাগনের মতো লাল কালো
মিশেল স্বপ্ন ছোঁয়া

ওই সবুজ ধানক্ষেত মাড়িয়ে দুরন্ত বলের মতো
ছুটে চলা ভুলে যাই
ভুলে যাই নামতা পড়া
ভুলে যাই, ‘আম পাতা জোড়া জোড়া’

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে