অনন্ত শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২০; সময়: ১২:০০ অপরাহ্ণ |
অনন্ত শ্রদ্ধাঞ্জলি

বুদ্ধিজীবীদের চেতনার প্রবাহে
জেগে উঠুক ঘুমন্ত স্নায়ু,
গর্বিত আলোয় জ্বলুক সহস্র মোমবাতি,
নিয়ে অনন্ত অনন্ত আয়ু।

শহীদের রক্তের বুদবুদে
এখনো ফোটে প্রতিবাদী গোলাপ,
বাতাসে মিশে থাকা আহাজারি
জন্ম দেয় ক্ষনে ক্ষনে কান্নার উত্তাপ!

প্রেতাত্মারা ঘুড়ে বেড়ায় এখনো
রাজাকার, আলবদর, আলশামসের,
ছাই ভস্ম উড়ে বেড়ায় যত্রতত্র
অনন্ত ঘৃণার আগুনের।।

সেই সব সূর্য সন্তানেরা
থাকতো যদি এই ভূমিতে,
কাঁপতো বিশ্ব হাড়কাঁপানো শীতে
বাংলার অগ্রযাত্রার ধ্বনি প্রতিধ্বনিতে।

পতাকার কান্নায়
দুঃখকে সেদিন চোখ বুজে করেছি আলিংগন,
তোমাদের চেতনার আলোয় আজও বাংলা জ্বাজ্জল্যমান ,
নিবেদিত সহস্র বাংগালী প্রাণ মন।

 

–মনিরুজ্জামান মুন

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে