নাটাপুকুর

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২০; সময়: ৭:১৫ অপরাহ্ণ |
নাটাপুকুর

আমার গ্রামের নাম নাটাপুকুর
গ্রামের বড় পুকুরের নাম নাটাপুকুর
প্রাথমিক বিদ্যালয়ের নাম নাটাপুকুর
প্রাথমিক শিক্ষা নাটাপুকুর প্রাথমিক বিদ্যালয় থেকে
আহাসানুল বারী, কারিতুননেসা, রশিদুলদের মুখ মনে পড়ে
কতকিছুই বদলে গেছে
বদলাতে পারেনি নাটাপুকুর
হিংসা করতে নেই
ধ্বংসের বীজ থেকে গেছে আদি পিতার মনে

নাটাপুকুর পাড়ে নাটা ফলের গাছ
নাটা ফলের বীজ নিয়ে মার্বেল গুলি খেলেছি
শিশু মনে নাটাপুকুর গ্রাম
এতো বড় আকাশ বড় বাগান
মাটি দেওয়ার জায়গায়
বুনোফুলে ভরা
একটা সকাল নাটাপুকুর গ্রামের কিছু কথা।

ইচ্ছেপূরণ অধরাই
ভালবাসাকে নাটাপুকুর দেখাতে পারিনি…
রাতের অন্ধকারে আকাশ দেখি
তারার আকাশে নাটাপুকুর গ্রাম

 

* ফারুক আহমেদ : কবি, প্রাবন্ধিক ও প্রকাশক। সম্পাদক, উদার আকাশ।
পশ্চিমবঙ্গ, ভারত।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে