রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচিত নেতৃবৃন্দকে মেয়র লিটনের অভিনন্দন

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২০; সময়: ৯:৩৫ pm |
রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচিত নেতৃবৃন্দকে মেয়র লিটনের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক সামাদ খানসহ কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৃস্পস্পতিবার এক অভিনন্দন বার্তায় মেয়র নতুন নেতৃত্বের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার ফটো সাংবাদিক আসাদুজ্জামান আসাদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সানশাইন পত্রিকার ফটো সাংবাদিক সামাদ খান।

বৃহস্পতিবার রাজশাহী নগরীর কুমারপাড়ায় অস্থায়ী কার্যালয়ে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে আরো দায়িত্ব পালন করেন দৈনিক সোনালী সংবাদের চিফ ফটোসাংবাদিক ও আরইউজের সিনিয়র সদস্য জাবীদ অপু এবং জিয়া হাসান হিমেল।

নির্র্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রথম আলোর ফটো সাংবাদিক শহিদুল ইসলাম দুখু, যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সোনার দেশ’র ফটো সাংবাদিক শাহিন খান, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন দৈনিক বার্তা’র ফটো সাংবাদিক মিলন শেখ, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক রাজশাহী সংবাদ’র ফটো সাংবাদিক মোখলেসুর রহমান মুকুল, প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যুগান্তর’র ফটো সাংবাদিক আজম খান।

এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক সোনার দেশ’র ফটো সাংবাদিক আলী এহসান তুহিন ও দৈনিক রাজশাহী সংবাদ’র ফটো সাংবাদিক রাশেদুর রহমান রাসেল।

  • 21
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে