প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২১; সময়: ৭:১৪ অপরাহ্ণ |
প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই

পদ্মাটাইমস ডেস্ক : সাহিত্য অনুরাগীদের শোক সাগরে ভাসিয়ে পরপারে পাড়ি দিলেন দেশের নন্দিত নারী কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। পঞ্চাশের দশকে এই অঞ্চলের মুসলিম নারীদের জীবন যখন অনেক বিধি-নিষেধের বেড়াজালে বন্দী, তেমনই সময় তিনি আত্মপ্রকাশ করেন একজন লেখক হিসেবে।

তার মৃত্যুতে মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাবেয়া খাতুনের জন্ম ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর। তার প্রথম উপন্যাস মধুমতী তাঁতী সম্প্রদায়ের মানুষদের জীবনের দুঃখগাঁথা নিয়ে রচিত। পরবর্তীতে এই উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে।

একুশে পদক, বাংলা একাডেমি সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। লেখালেখি ছাড়াও সাংবাদিকতা এবং শিক্ষকতাও করেছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে