সুধাময়ী মা-জননী
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২১; সময়: ২:১৩ অপরাহ্ণ |
খবর > শিল্প-সাহিত্য
ওয়ালিউর শেখ
দুঃখ যেখানে নিত্য-সঙ্গী
সেখানে তোমার বসবাস,
সুখ যেখানে মরীচিকা শুধু
সেখানে তোমার আশার চাষ ।
নিজেরে রেখেছো বাঁধিয়া যেখানে
নীরবে ঝরে চোখের জল,
হাসি যেখানে সদাই করে
মুখের সাথে শুধুই ছল।
আপন করিয়া জড়ায়ে রেখেছো
যে করে তোমারে বঞ্চনা,
হৃদয়ে রেখেছো তাহারে পুষিয়া
যে দেয় শুধুই গঞ্ছনা।
যার লাগি তুমি ত্যাগ করে সব
জীবন রেখেছ বাজি ,
সেই তোমারে দিয়ে গেছে
ব্যথা-বেদনা আর দুঃখ-রাজি।
তবুও তুমি যাও নিকো ফেলে
তোমার সজনেরে, হৃদয়মাঝে রেখেছো জড়িয়া
হৃদয় দুয়ার খুলে।
যতদিন রবে নিখিল বিশ্ব
এই বাংলা বহমান,
ততদিন রবে শেখ হাসিনা তুমি
বাঙ্গালির হৃদয়ে মূর্তমান।।
২৯-০১-২০২১
উপশহর, রাজশাহী-৬১০০