ফাগুনের নিমন্ত্রণ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২১; সময়: ২:১৮ অপরাহ্ণ |
ফাগুনের নিমন্ত্রণ

আসছে ফাগুনে জ্বালিয়ে আগুন চোখে
এসো কবিতার উৎসবে,
গুন গুন পথ হারা মৌমাছিটার
একটা স্থায়ী ঠিকানা হবে!
নিশাচর ঐ ল্যাম্পপোস্টের নিয়ন আলো
মুঠো মুঠো নিয়ে এসো ঘরে,
প্রজাপতি মায়ার একটা মন
সাজায় স্বপন থরে থরে!

সম্ভাবনার কুসুম ফোটে আকাশের তুলোয়
ঝরা পাতা মিশে যায় অজানা ধূলোয়,
এ ধূলোর বুকে কান পেতে শোনো
আমার নিশ্বাসের আলিঙন,
দূর লোকালয় থেকে ভেসে আসা
একটা সবুজ বনের ক্রন্দন!
তোমার শাড়ির হলুদ চিনুক
আমার উদাস অনুভূতি,
বসন্ত চিনুক সুরেলা পাখি
আকাশে রঙের দ্যুতি।

আকাশের ঐ রক্তিম বৃত্তটা কথা বলুক
চিরকালীন মুক্তি,
ফাগুন আসুক সগৌরবে সঙে নিয়ে
ভালোবাসার সন্ধিচুক্তি।

কবি : মনিরুজ্জামান মুন

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে