দুঃসময়

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২১; সময়: ১:১৮ অপরাহ্ণ |
দুঃসময়

বুক পাঁজরের জমিনে প্রতিনিয়ত বাড়ে
ঝাঁক বাঁধা আতংক থেকে জন্ম নেয়া বৃক্ষগুলো,
দস্যু সময় ছিনিয়ে নিয়ে যায়
তারুণ্যের গন্ধ মাখা সকালগুলো।

উদাস দুপুরে ক্লান্ত মন নীড়ে হঠাৎ ফোটা ফুল
নিমিষে হারায় সুবাস,
মহামারী মুক্ত পৃথিবীর আকাঙ্ক্ষায়
দুরুদুরু বুকে কাঁপে ঘন্টা, দিন, মাস।

কামনার দরজায় কামিনীর ইচ্ছেই বন্ধ খিল,
মধ্য গগনে কতদিন ওড়ে না স্বপ্ন ডানার চিল!

বিকেলগুলো ক্রমশ ধূসরতায় হয় লীন,
শরীর থেকে খুলে ফেলে
একটা একটা অনুভব, একটা একটা শিহরণ
একটা একটা পোশাক রংগীন।

সন্ধ্যে কক্ষের মরচেপড়া দরজা খুলে
সন্ধ্যা তারার দেখা মেলে না কতকাল!
সামাজিক দুরত্বের অভিশাপে
হাত ভুলে গেছে অন্য হাতের স্পর্শ,
নির্বাক মহাকাল!

ভোর তো আসে না, আসবে ভোর কখন!
দেয়াল টপকিয়ে উকি দেয় স্বপন,
সুদিনের ছোঁয়ায় থেমে যাক এই দুর্দিনের ক্রন্দন
যুদ্ধ থামার প্রতীক্ষায় টলমল চোখে বাড়ে কাঁপন,
সুস্থ পৃথিবীর প্রার্থনায় ধুকধুক বুকে নির্ঘুম স্পন্দন!

কবি : মনিরুজ্জামান মুন

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে