রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসে চাকরি, পদ ৬৭
পদ্মাটাইমস ডেস্ক : বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি ৪টি পদে মোট ৬৭ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে পদগুলোর জন্য আবেদন করা যাবে ২৬ জুলাই পর্যন্ত।
পদ ও সংখ্যা
ডক্টরাল ফেলোশিপ। পদসংখ্যা ৭টি। মাসে ভাতা ৪৫ হাজার টাকা।
পোস্টগ্র্যাজুয়েট ফেলোশিপ-১। পদসংখ্যা ২০টি। মাসে ভাতা ৪০ হাজার টাকা।
পোস্টগ্র্যাজুয়েট ফেলোশিপ-২। পদসংখ্যা ২০টি। মাসে ভাতা ৩৫ হাজার টাকা।
গ্র্যাজুয়েট ফেলোশিপ। পদসংখ্যা ২০টি। মাসে ভাতা ৩০ হাজার টাকা।
ফেলোশিপের মেয়াদ
প্রাথমিকভাবে ক্ষেত্রবিশেষে কাজের ধরন অনুযায়ী ছয় মাস থেকে এক বছরের জন্য ফেলোশিপ প্রদান করা হবে। গবেষণার সন্তোষজনক অগ্রগতি সম্পর্কে এ–সংক্রান্ত মূল্যায়ন কমিটির সুপারিশ এবং পর্ষদ সভায় অনুমোদনের শর্তে ফেলোশিপের মেয়াদ বর্ধিত করতে পারবে। সাধারণভাবে বর্ধিত সময়সহ ফেলোশিপের মোট মেয়াদ হবে অনধিক ৪ বছর। তবে অপরিহার্য ক্ষেত্রে কারণ উল্লেখপূর্বক ইনস্টিটিউট কোনো ফেলোশিপের মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করতে পারবে।
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র পূরণ করে ২৬-০৭-২০২১ তারিখে পর্যন্ত জমা দিতে পারবেন।