জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরি, অনলাইনে আবেদন, ডকুমেন্ট পাঠাতে হবে ডাকে

প্রকাশিত: জুলাই ১৩, ২০২১; সময়: ১২:৪০ অপরাহ্ণ |
খবর > চাকরি

পদ্মাটাইমস ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের শূন্য পদে শিক্ষক নিয়োগ দেবে। সহকারী অধ্যাপক পদে শিক্ষক নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগ্রহী প্রার্থীকে ১২ আগস্টের মধ্যে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীকে ডাকে আবেদনপত্র পাঠাতে হবে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ।

১. পদের নাম সহকারী অধ্যাপক। বিষয় সমাজবিজ্ঞান। পদের সংখ্যা ১। চাকরির গ্রেড ৬। বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

২. পদের নাম সহকারী অধ্যাপক। বিষয় অর্থনীতি। পদের সংখ্যা ১। চাকরির গ্রেড ৬। বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

৩. পদের নাম সহকারী অধ্যাপক। বিষয় গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান। পদের সংখ্যা ১। চাকরির গ্রেড ৬। বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

সব প্রার্থীকে প্রতি পদের জন্য ১ হাজার ২০০ টাকা জমা দিতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরি, অনলাইনে আবেদন, ডকুমেন্ট পাঠাতে হবে ডাকে

আবেদন যেভাবে

আগ্রহীরা http://nubd.info/jobs এই ঠিকানার মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন অ্যাপ্লিকেশন ফরমের প্রিন্ট কপিসহ সব ডকুমেন্ট ও প্রকাশনার সত্যায়িত কপি ডাকে, কুরিয়ারে অথবা সরাসরি ১২ আগস্টের মধ্যে পাঠাতে হবে। নইলে আবেদন বাতিল হয়ে যাবে। আবেদন রেজিস্ট্রার অফিস, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ বরাবর পাঠাতে হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে