প্রেমিকার সঙ্গে দেখা করতে পুরো গ্রামের বিদ্যুৎ বন্ধ করতেন প্রেমিক!
পদ্মাটাইমস ডেস্ক : প্রেমিকার সঙ্গে দেখা করতে পুরো গ্রামের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করতেন এক ইলেক্ট্রিশিয়ান প্রেমিক।
প্রেমিকার সঙ্গে দেখা করতে পুরো গ্রামের বিদ্যুৎ বন্ধ করতেন প্রেমিক! শুধুমাত্র প্রেমিকার সঙ্গে দেখা করবার তাগিদে অন্ধকারের সুযোগ নিতে তিনি পুরো গ্রামের বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখতেন।
এদিকে ঘটনা জানাজানি হলে ফাঁদ পেতে ধরার পর এই ইলেক্ট্রিশিয়ানকে বেদম পিটিয়েছে গ্রামবাসী। ভারতের বিহারের ওই ব্যক্তিকে মারধরের পর এলাকাজুড়ে হাঁটানোও হয়। এই ঘটনার রেশে প্রেমিকার সঙ্গে তার বিয়েও পড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার গণেশপুর গ্রামের বাসিন্দা মারার রাম মুরমু বলেন, গ্রাম পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে ওই ইলেক্ট্রিশিয়ানের সঙ্গে তার প্রেমিকার বিয়ে হয়।
সম্প্রতি ভারতের বিহার রাজ্যের পুর্নিয়া জেলার গণেশপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।
ঘটনা জানাজানি হওয়ার পর গ্রামবাসী ওই ইলেক্ট্রিশিয়ানকে হাতেনাতে ধরার জন্য ফাঁদ পাতে। একদিন বিদ্যুৎ যাওয়ার পর গণেশপুর গ্রামের একটি সরকারি স্কুলে প্রেমিক-প্রেমিকাকে দেখতে পায় গ্রামবাসী। পরে ওই ইলেক্ট্রিশিয়ানকে মারধর করে তার প্রেমিকার সঙ্গে বিয়ে পড়িয়ে দেওয়া হয়।
পুলিশ জানায়, তারা এখনো কোনো অভিযোগ পায়নি। স্থানীয় পুলিশ কর্মকর্তা বিকাশ কুমার আজাদ গণমাধ্যমকে জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। অভিযোগ পেলেই তারা ব্যবস্থা গ্রহণ করবে।