জোড়া জমজ শিশু লাবিবা-লামিসার অপারেশন শুরু

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২১; সময়: ১০:১২ পূর্বাহ্ণ |
জোড়া জমজ শিশু লাবিবা-লামিসার অপারেশন শুরু

পদ্মাটাইমস ডেস্ক : আড়াই বছরের বেশি সময় পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় দফায় অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা হতে যাচ্ছে জোড়া জমজ শিশু লাবিবা-লামিসা। সোমবার (১৩ ডিসেম্বর) সকালে অস্ত্রোপচার শুরু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এতে নয় থেকে ১০ ঘণ্টা সময় লাগতে পারে।

দুই বছর আট মাস বয়সী লাবিবা-লামিসা নিলফামারীর জলঢাকা উপজেলার যদুনাথপুর গ্রামের লাল মিয়া-মনুফা বেগম দম্পতির সন্তান। ২০১৯ সালের ১৫ এপ্রিল উপজেলা সদরের একটি ক্লিনিকে তাদের জন্ম হয়। এরআগে গত শনিবার (১১ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে শিশু দুটির জোড়া লাগা দেহ আলাদা করার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আশরাফ উল হক কাজল।

তিনি বলেন, আমরা খুবই আশাবাদী। আমরা সফল হব বলে ধারণা করছি। জোড়া শিশু দুটির যখন নয়দিন বয়স, তখন তারা রংপুর মেডিকেল থেকে ঢাকা মেডিকেলে আসে। তারা প্রায় দেড় মাস এখানে ভর্তি ছিল। এর মধ্যে তাদের পায়ুপথে অস্ত্রোপচার ও পেট দিয়ে মল ত্যাগের ব্যবস্থা করা হয়। এরপর তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। করোনাভাইরাসের কারণে এতদিন শিশু দুইটির অস্ত্রোপচার করা সম্ভব হয়নি।

তিনি জানান, গত ২৮ অক্টোবর আবারও শিশু দুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তাদের বাবা-মা।
অধ্যাপক কাজল বলেন, এর আগে জোড়া শিশু তোফা-তহুরার অস্ত্রোপচারে আমরা সফল হয়েছি। আশা করি এ ক্ষেত্রেও আমরা সফল হতে পারব। লাবিবা-লামিসার জোড়াটা একটু ব্যতিক্রম। তাদের পায়ুপথ, মাসিকের রাস্তা এবং মেরুদণ্ডে সমস্যা আছে। যেগুলো আলাদা করতে হবে। আমরা খেয়াল রাখব তারা যেন ভবিষ্যতে পূর্ণাঙ্গ নারী হিসেবে বেড়ে উঠতে পারে। ইনশাল্লাহ আমরা সফল হব।

উল্লেখ্য, এর আগে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২০১৭ সালে জোড়া লাগানো তোহা-তৌফা ও ২০১৮ সালে রাবেয়া রোকাইয়াকে আলাদা করা হয়। সেই অভিজ্ঞতা থেকে পুরোপুরি সফল অস্ত্রোপচারের আশাবাদ চিকিৎসকদের।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে