রাণীনগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা, গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বুধবার বিকেলে রফিকুল ইসলাম (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার রফিকুল ইসলাম উপজেলার কাশিমপুর দর্গাপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে। তাকে বুধবার বিকেলেই আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাজ্জাদ হোসেন দায়েরকৃত মামলার বরাত দিয়ে বলেন,গত রোববার রাতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জনৈক গৃহবধূ (৩৩) এর ঘরে ঢুকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা চালায় রফিকুল ইসলাম।
এসময় গৃহবধু চিৎকার করতে থাকলে প্রতিবেশি লোকজন ছুটে আসলে রফিকুল ইসলাম দৌড়ে পালিয়ে যায়। এঘটনায় গৃহবধু নিজেই বাদী হয়ে বুধবার দুপুরে রাণীনগর থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে এদিন বিকেলেই অভিযান চালিয়ে উপজেলার নগরব্রীজ এলাকা থেকে রফিকুলকে গ্রেপ্তার করা হয়।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, গ্রেপ্তার রফিকুলকে বুধবার বিকেলেই আদালতে প্রেরণ করা হয়েছে।