প্রকৃতির শোধ

প্রকাশিত: ০২-০৫-২০২৩, সময়: ১২:২১ |

ফসলী জমিতে ইদের ভাটা
বন কেটে উজাড়!
খাল বিলে পাকা সড়ক
প্রকৃতিতে অত্যাচার!

দালান-কোঠা, অট্টালিকা
জমি খেয়ে রমরমা!
এমনটি যদি চলে নিরবধি
নদীগুলো হবে নর্দমা!

মলে-জলে নাক সিটকাবে
বর্জ্যে আটকাবে গাড়ী!
দুর্গন্ধে গা রিরি করবে
রেরোবে বাবুদের নাড়ী!

পোকা-পাখী সরীসৃপেরও
আছে বাঁচার অধিকার!
মিলে সবে সুখী ভবে
এই পৃথিবীর সংসার!

প্রকৃতি ছাড়া মানুষ অচল
বৃক্ষের বিশাল দান!
বৃক্ষ নিসৃত অক্সিজেনেই
বাঁচে মানবের প্রান!

যে অক্সিজেনে নিঃশ্বাস নাও
রেখেছো অবদান তৈরীতে?
টাওয়ার বানিয়ে আকাশ ছুঁয়েছো,
মরবে তাপে তেতে?

দেখবে খরা সমূলে মরা
দাবানলে বন ভস্ম!
সুজলা সুফলা বসুন্ধরায়
সবই হবে নিঃস্ব!

মরুতে গলবে সফেদ বরফ
ডুববে কিছু দেশ।
সবুজ প্রান্তর মরু হবে
তেজস্ক্রিয়তায় রেশ!

বিধির বরে পৃথিবীর ‘পরে
মোদের স্বর্গীয় বাস।
মানুষের ভুলে সব ভন্ডুলে
সন্মুখে চরম সর্বনাশ!

জীব বৈচিত্র্য নিঃস্বের পথে
৬ষ্ঠ বিলুপ্তি দ্বারে!
প্রকৃতির শোধ বড়ই নির্মম
আসছে কড়া নেড়ে।

জীব-বৈচিত্র্য বন-পরিবেশ
রক্ষার বিকল্প নাই!
পৃথিবীকে করি বাসযোগ্য
মিলেমিশে সবাই!

কবিতা: প্রকৃতির শোধ
কাব্যগ্রন্থঃ প্রান্তিক প্রান্তরে
কবিঃ এ কে সরকার শাওন
শাওনাজ ভিলা, উত্তরখান, ঢাকা।

উপরে