বাঘায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
জ্যেষ্ঠ প্রতিবেদক, বাঘা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা অনূর্ধ্ব-১২) খেলা বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বাঘা পৌরসভা এ খেলার আয়োজন করে।
সোমবার (২৯ মে) সকাল ১০ টার দিকে বাঘা পৌর সভার মেয়র ও টুর্নামেন্ট কমিটির সভাপতি আক্কাছ আলী এ খেলার উদ্বোধন করেন
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মামুনুর রশিদ, সহকারি শিক্ষা অফিসার ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব শাহজাহান আলী মোল্লাহ , প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও বাঘা মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজারুল ইসলাম, বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞাসহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।
পৌরসভার ১৩টি বিদ্যালয়ের মধ্যে প্রথম দিনের উদ্বোধনী খেলায় ৮টি বিদ্যালয় অংশগ্রহণ করে। অনুষ্ঠিত খেলায় বাগসায়েস্তা প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে জয়লাভ করে বাঘা মডেল প্রাথমিক বিদ্যালয় (বালক ও বালিকা)।
নারায়নপুর প্রাথমিক বিদ্যালয় ও শাহ আব্বাস (রহঃ) প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত খেলায় জয়লাভ করে নারায়নপুর প্রাথমিক বিদ্যালয়(বালক ও বালিকা)।
ছাতারি প্রাথমিক বিদ্যালয় ও মর্শিদপুর প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত খেলায় জয়লাভ করেছে ছাতারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ও মর্শিদপুর প্রাথমিক বিদ্যালয়ের বালক দল।
বলিহার প্রাথমিক বিদ্যালয় ও কালিদাশখালি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত খেলায় জয়লাভ করেছে- বলিহার প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ও কালিদাশখালি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল।
প্রধান শিক্ষক গোলাম মোস্তফা এই ফলাফল নিশ্চিত করে জানান, পৌরসভার ১৩ টি বিদ্যালয়ের বালক-বালিকাদের মধ্যে জার্সি বিতরণ করেছেন পৌর মেয়র আক্কাছ আলী। ১ জুন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হবে।