পরবর্তী করণীয় কী, জানালেন ইমরান খান

প্রকাশিত: মে ৩০, ২০২৩; সময়: ১০:১৮ পূর্বাহ্ণ |
পরবর্তী করণীয় কী, জানালেন ইমরান খান

পদ্মাটাইমস ডেস্ক : দেড় শতাধিক মামলা, নেতাকর্মীদের দল ত্যাগসহ বিভিন্ন কারণে অনেকটা বিপর্যস্ত হয়ে আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে বিপর্যস্ত হলেও মনোবল হারাননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার পরবর্তী করণীয় সম্পর্কে কথা বলেছেন।

৯ মে ইমরান খানকে গ্রেপ্তারের পর তার দলের নেতাকর্মী ও সমর্থকরা সেনাসদর এবং একাধিক কর্পস কমান্ডারের বাসভবনে ভাঙচুর চালায়। সেই অভিযোগে উসকানিদাতা হিসেবে সেনা আইনে বিচার করা হতে পারে ইমরান খানের। তবে বিষয়টিকে খুব বড় সমস্যা বলে মানছেন না ইমরান খান। তিনি বলেন, ‘আপনি কী মনে করেন, এটি আমার জন্য খুব বড় সংকট? আমি তা মনে করি না।’

তার দলের কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতা ফাওয়াদ চৌধুরী, শিরিন মাজারিসহ বেশ কয়েকজন দল ত্যাগ করেছেন। তারা চলে যাওয়ায় দল কী ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা এবং এ অবস্থায় করণীয় কী-এমন প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, ‘প্রথমে আমরা যারা চলে গেছে তাদের শূন্যস্থান পূরণ করব। আমাদের নতুন সম্ভাবনাময় তরুণ নেতৃত্ব রয়েছে। তবে তারাও হয়তো গ্রেপ্তার হয়ে যাবেন।’

এভাবে কোনো রাজনৈতিক দল চালানো যায় কিনা এমন প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, ‘এমন সন্ত্রাসী কার্যকলাপ কেবল স্বল্প সময়ের জন্যই চালানো যায়। তবে সার্বিক পরিস্থিতি যেকোনো দিক বিবেচনায় অগ্রহণযোগ্য।’

ইমরান খান ‘এমন সন্ত্রাসী কার্যকলাপ কেবল স্বল্প সময়ের জন্যই চালানো যায়’ বললেও শিগগিরই তার দলের ওপর চলমান ক্র্যাকডাউন বন্ধ হবে এমন আশা নেই। পর্দার অন্তরালে তার দলের নেতাকর্মীরাও বলছেন পরিস্থিতি খুবই কঠিন। তবে তাদের অনেকেই আবার বলেছেন, ইমরান খানের উচিত লড়াই চালিয়ে যাওয়া।

বর্তমান পরিস্থিতিতে ইমরান খানকে তুলনামূলক আপসকামী বলেই মনে হচ্ছে। যদিও তিনি তার ক্ষমতাচ্যুতির পেছনে দেশটির সেনাবাহিনীকেই দায়ী করেছেন। তারপরও তিনি এখন তাদের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক। তবে আগের পরিস্থিতিতে ইমরান খানের জন্য সেনাবাহিনীর সঙ্গে আলোচনা বা দেন-দরবার অনেকটা সুবিধাজনক হলেও বর্তমানে তার দুর্বল অবস্থানের কারণে সেনাবাহিনী তাকে কতটা মূল্য দেবে তাই দেখার বিষয়।

সামগ্রিকভাবে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় কোনো মহাপরিকল্পনা রয়েছে কিনা সে বিষয়ে জানতেই চাইলে ইমরান খান বলেন, ‘আমি স্রেফ পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। অপেক্ষা করুন, সব দেখতে পাবেন। এমনকি এটাও সম্ভব যে, তারা আমাকে জেলেও ঢোকাতে পারে।’ হতে পারে তার কাছে সত্যিই কোনো মহাপরিকল্পনা নেই কিংবা থাকলেও তিনি তা প্রকাশ করতে চান না।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে