বাগমারায় বাসুপাড়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা

প্রকাশিত: মে ৩০, ২০২৩; সময়: ২:৫৪ অপরাহ্ণ |
বাগমারায় বাসুপাড়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ৭নং বাসুপাড়া ইউনিয়নে ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

উন্মুক্ত বাজেট সভা উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাসুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে বাজেট সভা অনুষ্ঠিত হয়।

উন্মুক্ত বাজেট সভা পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) সচিব মতলেবুর রহমান। উক্ত বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল বারী, সহ-সভাপতি অধ্যাপক আব্দুল মালেক, আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী, ইউপি সদস্য আবু বাক্কার, ইউসুফ আলী, মাহাবুর রহমান, নাসিমা বেগম, আনজুআরা, সিপ্রা, সাবেক ছাত্রলীগ নেতা উজ্জল হোসেন প্রমুখ। এ সময় স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গসহ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

আলোচনার শুরুতে ১ কোটি ২ লাখ ৫২ হাজার ৫০০ টাকা আয় ও ১ কোটি ২ লাখ টাকার ব্যয় এবং ৫২ হাজার ৫০০ টাকা রাজস্ব উদ্বৃত্ত দেখিয়ে ৭নং বাসুপাড়া ইউনিয়ন পরিষদে ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মতলেবুর রহমান।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে