মানুষ মনে করে, দেশের সব মদ আমিই খাই: পরীমনি

প্রকাশিত: মে ৩০, ২০২৩; সময়: ৬:৩৫ অপরাহ্ণ |
খবর > বিনোদন
মানুষ মনে করে, দেশের সব মদ আমিই খাই: পরীমনি

পদ্মাটাইমস ডেস্ক : চিত্রনায়ক শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে মাঝরাতে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের ছবি-ভিডিওতে ফাঁসের ঘটনা এখন টক অব দ্য কান্ট্রি। এ ঘটনায় কেউ চিত্রনায়িকা পরীমনিকে জড়ালে সরাসরি মামলা করবেন বলে হুঁশিয়ার করেছেন তিনি নিজেই।

মাঝরাতে ছবি ও ভিডিও ফাঁসের এ ঘটনায় সোমবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান সুনেরাহ। ফেসবুক পোস্টে পরীমণির নাম উল্লেখ না করে সুনেরাহ দাবি করেন, রাজের অ্যাকাউন্ট থেকে ছবি ও ভিডিও ফাঁসের ঘটনা ঘটিয়েছেন পরীমণি। এছাড়াও স্ট্যাটাসের শেষ দিকে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করা হয়।

এ প্রসঙ্গে পরীমনি জানান, ‘ওই মেয়েকে (সুনেরাহ) আমি চিনিই না। ওর সঙ্গে আমার কখনো কথাই হয়নি। তাহলে কেন ও আমাকে নিয়ে আজেবাজে মন্তব্য করছে। রাজের ফেসবুক থেকে প্রকাশিত ভিডিওগুলোতে অনেকেই দেখেছেন। ওখানে ওর মুখের ভাষা কেমন ছিল। আর ওরা কি স্বাভাবিক ছিল। এটা কোন ধরণের বন্ধুত্ব? রাজের ফেসবুক হ্যাক হয়নি। এটি করেছে ওই মেয়েই! কারণ রাজ ঘুমালে তার কোনো হুঁশ থাকে না।’

তিনি বলেন, ‘আমরা সংসার জীবন নিয়ে বেশ ভালোই ছিলাম। কিন্তু এটি অনেকের ভালো লাগছে না। তাই আমার সংসারের পেছনে লেগেছে তারা। তার কথা ও মাতলামি দেখেছেন? এবার বুঝেন।’

পরীমনি বলেন, ‘দেশের সব মদ আমিই খাই, মানুষ এমনটাই মনে করে! বাকিরা সবাই ধোয়া তুলসী পাতা। ওই মেয়ে হুমকি দিয়েছে, আইনের ভয় দেখিয়েছে- আইন কি শুধু তার জন্যই। আমিও তাকে দেখে নেব, ধৈর্যের একটা সীমা আছে!’

রাজের আইডি থেকে প্রকাশিত ছবি ও ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। সেসবের মধ্যে কয়েকটি রাজ ও সুনেরাহর ভিডিও কলে কথা বলার এবং রাতে তাদের রাস্তায় ঘোরাঘুরির। অন্য একটি ভিডিওতে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তিশা। তাকে রাজের ক্যামেরায় লিফটের ভেতরে মদ্যপ অবস্থায় নাচতে দেখা গেছে ভিডিওতে। এছাড়াও রয়েছেন অভিনেত্রী নাজিফা তুষিকে। যেখানে তুষির পাশে জ্বলন্ত সিগারেট হাতে দেখা গেছে শরিফুল রাজকে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে