আবুধাবিতে সোফা কারখানায় আগুন, তিন বাংলাদেশি নিহত

প্রকাশিত: মে ৩১, ২০২৩; সময়: ১২:২২ অপরাহ্ণ |
আবুধাবিতে সোফা কারখানায় আগুন, তিন বাংলাদেশি নিহত

পদ্মাটাইমস ডেস্ক:  সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি সোফা কারখানায় আগুনে তিন বাংলাদেশির প্রবাসী নিহত হয়েছেন। তাদের সবার বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় ডমুরুয়া ইউনিয়নের মতইন গ্রামে।

স্থানীয় সয় সোমবার রাত তিনটার দিকে আবুধাবির সারজা এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পলতি গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে ফার্নিচার ব্যবসায়ী মো.ইউছুফ (৪৩), মতৈন গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের ছেলে দোকান কর্মচারী মো. রাসেল (৩২) এবং পলতি গ্রামের মীর আহাম্মদের ছেলে তারেক হোসেন বাদল (৪২)

সেনবাগ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন পাটোয়ারি ও নিহত ফার্নিচার দোকান ব্যবসায়ীর বড়ভাই ডাক্তার মো.রসুল মঙ্গল বার রাত ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যবসায়ী মো.ইউছুফের বড় ভাই মো. রসুল বলেন, ছোট ভাই ২৫ বছর ধরে আবুধাবিতে বসবাস করছিলেন। গত দুই বছর আগে তিনি সারজা এলাকায় ফার্নিচার ব্যবসা শুরু করেন।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার রাতে দোকানের ভেতরে ইউছুফ, রাসেল ও বেড়াতে আসা তারেক ঘুমিয়ে পড়েন। পরে আগুন দগ্ধ হয়ে তিন জন মারা যান।

তবে আগুন লাগার কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানা গেলেও ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুন লাগতে পারে।

এদিকে দ্রুত মরদেহ দেশে পাঠানোর দাবি জানিয়েছেন নিহতদের পরিবার।

ওসি ইকবাল হোসেন বলেন, পুলিশ এ ব্যাপারে খোঁজ নিচ্ছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে