মোহনপুর উপজেলা পরিষদের বাজেট ঘোষণা 

প্রকাশিত: মে ৩১, ২০২৩; সময়: ৯:৪৩ অপরাহ্ণ |
মোহনপুর উপজেলা পরিষদের বাজেট ঘোষণা 
নিজস্ব প্রতিবেদক : মোহনপুর উপজেলা পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (৩১ মে) বিকাল সাড়ে ৩ টায় দিকে উপজেলার হলরুমে এ বাজেট ঘোষণা করা হয়।
বাজেট সভায় মোহনপুর উপজেলার নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্ জোহরার সভাপতিত্বে বাজেট পেশ করেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জহুরুল ইসলাম।
২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব বাজেটের আয় ২ কোটি ১৯ লাখ ৩৩ হাজার টাকা। এর মধ্যে রাজস্ব বাজেটে ব্যয় ১ কোটি ৬৩ লাখ ৬ হাজার ৮০০ টাকা ও রাজস্ব উদ্বৃত ৫৬ লাখ ২৬ হাজার ২০০ টাকা।
উন্নয়ন খাতে আয় ২ কোটি ২৭ লাখ ৫৪ হাজার টাকা। এর মধ্যে উন্নয়ন খাতে ব্যয় ১ কোটি ৭১ লাখ ২৭ হাজার টাকা ও সমাপ্তির জের ৫৬ লাখ ২৭ হাজার টাকা।
এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) পিয়াংকা দাস, মোহনপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সানজিদা রহমান, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান, জাহানাবাদ ইউপি চেয়্যারম্যান হযরত আলীসহ উপজেলার কর্মকর্তা-কর্মচারি বৃন্দরা।
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে