ভারতে ট্রেন দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত

প্রকাশিত: জুন ৪, ২০২৩; সময়: ১:১৭ অপরাহ্ণ |
ভারতে ট্রেন দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত

পদ্মাটাইমস ডেস্ক: ভারতের ওড়িশায় ট্রেন দুর্ঘটনার মূল কারণ এবং এর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

রোববার (৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে তিনি জানান, ইলেকট্রনিক ইন্টারলকিং পরিবর্তনের কারণে ভয়াবহ এ দুর্ঘটনাটি ঘটে।

অশ্বিনী বৈষ্ণব বলেন, রেলওয়ে নিরাপত্তা কমিশনার বিষয়টি তদন্ত করেছেন। ঘটনার কারণ এবং এর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে।

রেলমন্ত্রী বলেন, ‘এ মুহূর্তে আমরা পুনরুদ্ধারের দিকে মনোযোগ দিচ্ছি। আগামী বুধবার (৭ জুন) সকালের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।’

শনিবার (৩ জুন) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আজ (রোববার) রেল ট্র্যাকটি পুনরুদ্ধারের চেষ্টা করব। উদ্ধারকাজ শেষ হয়েছে।’

গত শুক্রবার (২ জুন) সন্ধ্যা ৭টার দিকে বালেশ্বরের বাহাঙ্গাবাজার স্টেশনের কাছে তিনটি ট্রেনের মধ্যে সংঘটিত দুর্ঘটনায় ২৮৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন এক হাজার মানুষ।

ভারতের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের বাহাঙ্গাবাজার স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। পশ্চিমবঙ্গের শালিমার থেকে চেন্নাই যাচ্ছিল ট্রেনটি।

পথে ওড়িশার বাহাঙ্গাবাজার স্টেশন এলাকা অতিক্রম করার সময় একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী ট্রেনটি। এতে ৩টি বগি বাদে করমণ্ডল এক্সপ্রেসের সব বগি লাইনচ্যুত হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে