বাগমারায় নানা আয়োজনে দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: জুন ৪, ২০২৩; সময়: ৭:২৪ অপরাহ্ণ |
বাগমারায় নানা আয়োজনে দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : শুধু দেশ ও জনগণের পক্ষে’ এই প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় ‘দৈনিক ইনকিলাব’ পত্রিকার ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাগমারা উপজেলা প্রতিনিধি আলতাফ হোসেন মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন উপজেলা নির্বাহী অফিসার এ, এফ, এম, আবু সুফিয়ান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, ভবানীগঞ্জ পৌরসভার প্রকৌশলী লিটন মিয়া, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক হেলান উদ্দিন, সিনিয়র সাংবাদিক মামুনুর রশীদ মামুন, মাহফুজুর রহমান প্রিন্স, সাবেক সভাপতি ইউসুফ আলী সরকার, বাগমারা প্রেসক্লাবের সহ-সভাপতি নুর কুতুবুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, দপ্তর সম্পাদক আকবর আলী, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি নাদিরুজ্জামান মিলন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ। পরে জাতীয় ‘দৈনিক ইনকিলাব’ পত্রিকার ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে