মিয়ামির পরের ম্যাচে মেসির খেলা নিয়ে শঙ্কা
পদ্মাটাইমস ডেস্ক : লিওনেল মেসি যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর থেকেই গোটা দেশটি বুঁদ হয়ে আছে তাঁর পায়ের জাদুতে। ইন্টার মিয়ামির হয়ে অভিষেক ম্যাচেই দুর্দান্ত এক গল করেছিলেন তিনি।
এর পরের চার ম্যাচেও তিনি খুঁজে পেয়েছেন জালের ঠিকানা, অবদান রেখেছেন ম্যাচের জয়ে। তবে ডেভিড বেকহামের দলের হয়ে আগামী ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
মিয়ামির হয়ে প্রথম দিন থেকেই মেসির পায়ের জাদু দেখে আসছে তাঁর ভক্ত সমর্থকরা। তাঁর নৈপুণ্যেই প্রথম বারের মত লিগ কাপের সেমি ফাইনালে ওঠে দলটি।
এদিকে বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়কও টানা পাঁচ ম্যাচে পেয়েছেন গোলের দেখা। ফলে সব মিলিয়ে ইতিমধ্যেই তাঁর নামের পাশে আছে ৮টি গোল। খুব শীঘ্রই তিনি ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের মালিক হবেন বলেও আশা করছেন ভক্ত সমর্থকরা।
এদিকে আগামীকাল ভোরে ফিলাডেলফিয়ার বিপক্ষে লিগস কাপের সেমিতে মুখোমুখি হবে মিয়ামি। তবে এ ম্যাচে মেসির দলে থাকা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সোমবার দলের অনুশীলনে গোড়ালিতে চোট পেয়েছেন ফুটবল জাদুকর। খেলতে পারবেন কিনা সংশয়ও তা নিয়েই।
এদিকে মিয়ামি কোচ টাটা মার্টিনো মেসির চোটের কথা পাত্তাই দেননি। আগামী ম্যাচে তাঁর খেলা নিয়েও কোনো শঙ্কা নেই বলেও জানিয়েছেন তিনি।
মার্টিনো বলেন, ‘আসলে কী হয়েছে, সেটি আমি দেখিনি। তবে আমার ধারণা, মারাত্মক কিছু হলে খেলোয়াড়েরা সবাই এ নিয়ে চিন্তিত হয়ে পড়ত। এখন যেহেতু এ নিয়ে কারও মন খারাপ নেই, ধরেই নেওয়া যায় কিছুই হয়নি।
এদিকে বিভিন্ন আন্তররাজতিক গণমাধ্যম দাবী করেছে, অনুশীলনে ঠিকই চোট পেয়েছেন মেসি। এদিকে ফুটবল জাদুকরের খেলা নিয়ে শঙ্কার মাঝেও তাঁর খেলা দেখতে মুখিয়ে আছে ফিলাডেলফিয়ার ভক্তরা।