খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে জাতীয় শোক দিবস পালন
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী জাতীয় শোক দিবস সিরাজগঞ্জের এনায়েতপুরে অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে যথাযথ মর্যাদা পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসে জাতির জনকের প্রতিকৃতিতে অতিথি হিসেবে উপস্থিত থেকে পুষ্পস্তবক অর্পণ করেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ট্রাস্টি বোর্ডের পরিচালক মোহাম্মদ ইউসুফ।
এসময় কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মুহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক ডাঃ মুহাম্মদ জুলফিকার আলী, ডাঃ শৈলেন্দ্রনাথ বিশ্বাস, ডাঃ রাজো আহমেদ, ডাঃ হালিমা খাতুন ডলি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ ইউসুফ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ ও মানুষের কল্যাণে সুদূরপ্রসারী চিন্তা করে এগিয়ে তা সফলতায় বাস্তবায়ন করতেন।
বাংলার স্বাধীনতা অর্জন ও পরবর্তীকালে সমৃদ্ধ দেশ এবং মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য তিনি যে সংগ্রাম করেছেন, সে অসামান্য অবদান জাতি চিরদিন মনে রাখবে।
এজন্যই তিনি বাংলার জনগণের কাছে অকৃত্রিম বন্ধু। অথচ যিনি স্বাধীন বাংলাদেশ উপহার দিলেন, তাকেই পরিবার সহ খুন হতে হলো। এর চেয়ে একটি জাতির জন্য ন্যাক্কার জনক ঘটনা হতে পারে না।
তবে যে উদ্দেশ্যে একটি চক্র বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তাদের সে আশা পূরণ হয়নি। তার মৃত্যু আমাদের হৃদয়কে যেমন ব্যথিত করেছে, তেমনি দেশ ও মানুষের কল্যাণে তার প্রেরণা আমাদের আধুনিক বাংলাদেশ গড়তে উৎসাহ যুগিয়েছে।
মহানদের কখনো মৃত্যু হয় না। জাতির জনক ও আমাদের মাঝে কৃতকর্মের গুনে আজীবন জীবিত থাকবেন।