আরইউজের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৩; সময়: ৫:৩০ pm |
আরইউজের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে আরইউজে কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ভয়াল ১৫ আগস্টের সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আরইউজে সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানজিমুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- সিনিয়র সাংবাদিক আহমেদ শফিউদ্দিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, বিএফইউজের কার্যনির্বাহী সদস্য বদরুল হাসান লিটন, আরইউজের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান। এসময় আরইউজের সদস্যরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে