মুন্ডমালায় আ’ লীগের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৩; সময়: ৮:০৯ pm |
খবর > রাজশাহী
সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোর উপজেলার মুন্ডমালা পৌর সভার ৪ নং ও ৫ নং ওয়ার্ড আ’ লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে মুন্ডমালা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ড আ’ লীগ সভাপতি রিয়াজ মোল্লা।
মুন্ডমালা পৌর আ’ লীগ সাধারন সম্পাদক মোহাম্মদ হোসেন মন্টুর পরিচালনায় ও ছাত্রলীগ নেতা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আ’ লীগ সহ-সভাপতি শরিফ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর উপজেলা আ’ লীগ সভাপতি মাঈনুল ইসলাম স্বপন, তানোর উপজেলা আ’ লীগ সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার।
তানোর উপজেলা আ’ লীগ সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক আবুল বাসার সুজন, মুন্ডমালা পৌর আ’ লীগ সভাপতি আমির হেসেন আমিন, তানোর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক যুবায়ের।
তানোর উপজেলা সেচ্ছা সেবক লীগ সাধারন সম্পাদক রামিল হাসান সুইট, মুন্ডমালা পৌর যুবলীগ সভাপতি আরিফ রায়হান তপন প্রমুখ।
এসময় আ’ লীগ, যুবলীগ, সেচ্ছা সেবক লীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মি ও সমর্থকরা উপস্থিত ছিলেন।