গোলাম রাব্বানীর উদ্যোগে তানোরে আলোচনা সভা ও দোয়া

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৩; সময়: ১০:২৮ am |
গোলাম রাব্বানীর উদ্যোগে তানোরে আলোচনা সভা ও দোয়া

বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউপির দুবইল হাইস্কুল মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাফফিল করা হয়েছে।

মঙ্গলবার বিকালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের মৃত্যু বাষিকী উপলক্ষ্যে উপজেলা আওয়ামলীগের সাবেক সভাপতি ও রাজশাহী -১ তানোর-গোদাগাড়ী আসনের মনোনয়ন প্রত্যাশী গোলাম রাব্বানীর ব্যাক্তি উদ্যোগে এ আলোচনা সভায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সভায় দুবইল গ্রামের সমাজ সেবক জাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র ও তানোর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী।

বিশেষ অতিথি ছিলেন,মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান,তানোর উপজেলা আ,লীগের সার্ংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম পাপুল সরকার, তানোর পৌর যুবলীগের সভাপতি রাজিব হিরো সহ উপজেলার সাতটি ইউপি ও দুই পৌরসভার প্রায় দুই হাজার আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় শেষে ১৫ আগষ্টে নিহত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিজুর রহমানসহ তার পরিবারের সদস্যদের প্রতি বিশেষ দোয়া করা হয়।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে