আগামী বছর ফেব্রুয়ারিতে এসএসসি, এইচএসসি এপ্রিলে : শিক্ষামন্ত্রী

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৩; সময়: ২:১৭ অপরাহ্ণ |
আগামী বছর ফেব্রুয়ারিতে এসএসসি, এইচএসসি এপ্রিলে : শিক্ষামন্ত্রী

পদ্মাটাইমস ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, ২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি এপ্রিলে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর তেজগাঁও কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন এসে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, মহামারি করোনা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে গত দুই-তিন বছর আমাদের একাডেমিক ক্যালেন্ডার একটু এলোমেলো হয়েছে। আগামী বছর থেকে এটা ঠিক হয়ে যাবে আশা করি।

তিনি বলেন, আগামী বছর এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে নেয়ার চেষ্টা করবো। সেই অনুযায়ী ক্লাসে পাঠদান করানো হবে।

এসময় প্রশ্ন ফাঁসের বিষয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বিগত কয়েক বছর ধরেই প্রশ্ন ফাঁস হচ্ছে না। তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হয়। এ বছর সে গুজবের মাত্রাটাও কম রয়েছে। এগুলোর বিষয়ে আমরা ব্যবস্থা নিবো।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে