স্বপ্নমানব ২

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৩; সময়: ৫:৪০ অপরাহ্ণ |
স্বপ্নমানব ২

স্বপ্নমানব,
সব কিছু এত সুন্দর হয়েও বিরহ কেনো বলতে পারো?তুমি বার বার এসে হাতটা বাড়িতে আবার হারিয়ে যাও কেনো! আজও তুমি স্বপ্নে এলে। আমার ভয়ংকর সে পাহাড়ি রাস্তা তুমি টেনে তুললে হাত ধরে। সমস্ত ভয় দূর করে তুমি হারিয়ে গেলে।

বিশ্বাস করো আমি তন্ন তন্ন করে তোমাকে খুঁজেছি তবু কোথাও পাইনি।সমতল, পাহাড়, নদী, সমুদ্র এমন কি সেই স্টেশন কোথাও বাদ যায়নি।জানো স্টেশনটা একদম ফাঁকা ছিলো। ট্রেনে কোনো মানুষজন ছিলো না তবুও ট্রেনটা ছেড়ে দিলো। কোথায় যায় ট্রেনটা তুমি জানো?

আর একটু হলেই আমি আর ট্রেন থেকে নামতে পারতাম না। জানি না কোন অজানার পথে যেতাম। তুমি কি সেখানে আসতে?

জানো স্বপ্ন মানব তোমাকে খুঁজে না পেয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমার চোখের কাজল লেপ্টে গেছে। চুলগুলো এলোমেলো। তবু তোমাকে খুঁজেছি।

তখন মনে হয়েছিলো আমি কি আবারও সেখানটাই যাবো যেখানটাই তুমি আমার হাত ধরে উপরে টেনে তুলেছিলে। তুমি বলেছিলে মনে সাহস থাকলে এমন পথ পার হওয়া কিছু নয়।

স্বপ্নমানব,ঘুম ভেঙ্গে যাবার পর আমার ভীষন মন আনচান করে। অদ্ভুত এই আনচান করা মন বলে তুমি কোথায়?

তুমি কি সত্যি রয়েছো নাকি শুধু মাত্র অবচেতনে?

তোমার মুখ আমি মনে করতে পারি না। তবে তোমার কথা বার্তা, তোমার ব্যবহার, জায়গা করে নিয়েছে আমার পুরো মনে।

তুমি ছাড়া আমার এখন ভীষণ একলা লাগে। মনে হয় সব সময় হারিয়ে থাকি ঘুমের অতল গভীরে। তবু তুমি থেকো। আমার মাঝে আমার হয়েই থেকো।

তোমার
‘ক্ষণিকা’

লেখা:
সবনাজ মোস্তারী স্মৃতি
শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে