দুবাইগামী ফ্লাইটের যাত্রীর কাছ থেকে বৈদেশিক মুদ্রা উদ্ধার
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৩; সময়: ১১:৪১ am |
খবর > জাতীয়
পদ্মাটাইমস ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী একটি ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে অর্ধকোটি টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
আজ (বুধবার) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি টিম অভিযান পরিচালনা করে।
দুবাইয়ে বৈদেশিক মুদ্রা পাচারের উদ্দেশ্যে কানেকটিং ফ্লাইটে ওই যাত্রী ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় বৈদেশিক মুদ্রাসহ আটক হন। এ ঘটনায় ফৌজদারী মামলা দায়ের করা হয়।