শিবগঞ্জে ডা. শিমুল এমপির উঠান বৈঠক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৩; সময়: ৭:৫৪ pm |
শিবগঞ্জে ডা. শিমুল এমপির উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তৃণমূল পর্যায়ে তুলে ধরতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে দেওয়ান জাইগীর মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি।

এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকারের তিন মেয়াদের উন্নয়ন তুলে ধরেন। তিনি বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে চতুর্থবারের মতো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

এতে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া ও সাংগঠনিক সম্পাদক জিয়াউল হকসহ অন্যরা। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রয়াত বীরমুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মঈন উদ্দিন আহমেদ মন্টু ডাক্তারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। শেষে দেওয়ান জাইগীল সেলিমাবাদ জামে মসজিদে একটি এসি তুলে দেন ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে