উড়োজাহাজের ডানায় দাঁড়িয়ে রিল তৈরি করছেন বিমানবালা!
পদ্মাটাইমস ডেস্ক : সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা রিলের নেশায় বুঁদ। সাধারণ মানুষজন থেকে তারকা– সবাই এখন রিল তৈরি করতে মগ্ন। সম্প্রতি একটি রিল ভাইরাল হয়েছে, যেখানে এক বিমানবালাকে উড়োজাহাজের ডানায় উঠে রিল তৈরি করতে দেখা গেছে।
একজন বিমানবালা উড়োজাহাজের ডানায় উঠে রিল তৈরি করতে শুরু করেছেন, তা যেন অনেকে বিশ্বাসই করতে পারছেন না। তারা প্রশ্ন তুলেছেন, একজন ফ্লাইট ক্রু মেম্বার কীভাবে এমন কাজ করতে পারেন?
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরে একটি উড়োজাহাজ দাঁড়িয়ে আছে। সেটি ওড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সময় উড়োজাহাজের দরজা খুলে সরাসরি ডানায় এসে বিমানবালা রিল বানাতে শুরু করলেন।
ভিডিওটি একজন এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী তার প্রোফাইলে শেয়ার করেছেন। এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন ১০ লাখের বেশি মানুষ। ভিডিওটি পাঁচ হাজারের বেশি ব্যবহারকারী পছন্দ করেছেন।
এক ব্যবহারকারী লিখেছেন, মজার নেশায় সব নিয়মকানুন কি ভুলে গেছেন তিনি। আরেক ব্যবহারকারী লিখেছেন, ক্রু মেম্বারদের মধ্যেও সোশ্যাল মিডিয়ার ক্রেজ ছড়িয়ে পড়েছে।