দুই ঘণ্টায় ৬১ হাজার বার বজ্রপাত
পদ্মাটাইমস ডেস্ক : ভারতের পূর্বাঞ্চলের রাজ্য ওড়িশায় দুই ঘণ্টার মধ্যে ৬১ হাজার বার বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে বজ্রপাতের কবলে পড়ে মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের। এতে আহত হয়েছেন আরও ১৪ জন।
সোমবার (৪ সেপ্টেম্বর) রাজ্যের বিশেষ ত্রাণ কমিশনার (এসআরসি) সত্যব্রত সাহু এ তথ্য নিশ্চিত করেন। স্থানীয় সময় গত শনিবার এই বজ্রপাতের ঘটনা ঘটে।
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানায়, ওড়িশায় ৭ সেপ্টেম্বর পর্যন্ত চরম আবহাওয়ার সতর্কতা জারি হয়েছে। আরও বজ্রপাত হতে পারে বলে আশঙ্কা রয়েছে।
এ ছাড়া বঙ্গোপসাগরে সক্রিয় একটি ঘূর্ণিঝড় সঞ্চালন পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে ওড়িশাজুড়ে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। সপ্তাহের শেষের দিকে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে।
নিহতের মধ্যে ৪ জন খুরদা জেলার, ২ জন বালাঙ্গির এবং আঙ্গুল, বৌধ, ঢেনকানাল, গজপতি, জগৎসিংহপুর ও পুরীর ১ জন করে মারা গেছেন। এ ছাড়া গজপতি ও কান্ধমাল জেলায় বজ্রপাতে আটটি গবাদিপশু মারা গেছে।