চারঘাটে জমি সংক্রান্ত বিরোধে এক নারী আহত
নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে পূর্বের শত্রুতার জের ধরে জমি সংক্রান্ত বিরোধে এক নারী আহত হয়েছেন। সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার গৌরশহরপুর সাইফুদ্দিনের স্ত্রী আত্তারা সাগরিকাকে অকথ্যভাষায় গালিগালাজ ও মারপিট করে। পরে স্থানীয় লোকজন আহত নারীকে চারঘাট মেডিকেল হাসপাতালে ভর্তি করে।
চারঘাট মডেল থানা অভিযোগ সূত্রে জানা যায়, গৌরশহরপুর গ্রামে নিজ বসতভিটা প্রায় দেড় কাঠা (.০১৮০) জমি উপর প্রতিপক্ষ আসলাম খান দুলাল সাথে রাজশাহী আদালতে মামলা চলমান রয়েছে। সাইফুদ্দিন বাদী হয়ে ১৪ সালে মামলা করেন এবং ১৯ সেপ্টেম্বর ২০১৮ সালে আদালতে রায়ও পান।
সোমবার সকালে সাইফুদ্দিন বাড়িতে না থাকায় প্রতিপক্ষ দুলাল ও তার স্ত্রী নাজমা বেগম লতা জমির উপর সীমানায় বেড়া নির্মাণ করতে আসলে সাইফুদ্দিন এর স্ত্রী আত্তারা সাগরিকা নিষেধ করে আমার স্বামী নেই, এখানে বেড়া নির্মাণ করবেন না, কেউ বাড়িতে নেই বলে বাঁধা দিলে আত্তারা সাগরিকাকে অকথ্যভাষায় গালিগালাজ, বাড়ি ভাংচুর ও মারপিট করে ।
এ বিষয়ে সাইফুদ্দিনের স্ত্রী আত্তারা সাগরিকা বলেন, বাড়িতে কেউ না থাকায় জোর করে জমির উপর সীমানায় বেড়া নির্মাণ করতে আসে, আমি নিষেধ করতে গেলে দুলালসহ তার স্ত্রী লতা অকথ্যভাষায় গালিগালাজ, বাড়ি ভাংচুর ও মারপিট করে ।
এ ব্যাপারে থানার ওসি মাহবুবুল আলম বলেন , অভিযোগ হয়েছে , তদন্ত সাপেক্ষে আইনগত বিচার করা হবে।