মাথার ঘাম পায়ে ফেলা মানুষের জন্য কাজ করে বিএমডিএ: আখতার জাহান
নিজস্ব প্রতিবেদক : যারা এদেশের মানুষের জন্য কষ্ঠ করে ফসল ফলায়, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে, সেই সব পা ফাঁটা মানুষের জন্যই কাজ করে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)।
শনিবার দুপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, ডিপ অপারেটরদের সাথে রক্ষগোলা সংগঠনের নেতৃবৃন্দ ও প্রান্তিক বাঙালি কৃষকদের ‘বরেন্দ্র অঞ্চলে পানি সংকট দূরীকরণ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন বিএমডিএর চেয়ারম্যান বেগম আখতার জাহান।
তিনি আরো বলেন, নিজেকে ছোট ভাবার কোন দরকার নেই। এদেশে সকল সম্প্রদায়ের মানুষের সমান অধিকার আছে। কোন জনগোষ্ঠিকে পেছেনে ফেলে এদেশের উন্নয়ন সম্ভব নয়। প্রধান মন্ত্রী সব সময় বলেন, ধর্ম যার যার উৎসব সবার’। তাই এদেশের সকল মানুষ সমান অধিকার নিয়ে বাঁচতে হবে। নিজেকে ছোট ভেবে আত্মহননের পথ বেছে নিতে হবে না।
বরেন্দ্রের ডিপ অপারেটরদের নিয়ে সমস্যা আছে। পানির জন্য হয়রানি করে । তার জন্য সমাধানের পথ আছে, প্রতিবাদের ভাষা আছে। সেই সময় যদি স্থানীয় নেতৃবৃন্দকে অবহিত করা হতো তাহলে এত বড় ঘটনা ঘটতো না। দুই কৃষকের আত্মহত্যার ঘটনা পুরো বাংলাদেশে আলোচিত হয়েছে। ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মানুষরা যদি স্থানীয় ভাবে সমাধান না করতে পারতো তাহলে আমাদের অফিসে এসে অভিযোগ দিলে অবশ্যই সমস্যার সমাধান হতো।
বিএমডিএর চেয়ারম্যান বেগম আখতার জাহান, ডিপ অপারেটরসহ যেসব সমস্যা আছে তা জানতে পারলে দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেন। এছাড়াও বিভিন্ন সমস্যার সমাধানে যেসব সুপারিশ বা পরামর্শ এসেছে তা আমরা বসে করনীয় নির্ধারণ ও প্রয়োজনে নীতিমালা সংশোধনের আশ্বাসদেন।
বিএমডিও ও সিসিবিভিওর আয়োজনে রক্ষগোলা সংগঠনের সভাপতি সরল এক্কার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশিদ, বাংলাদেশ কাস্টমস গোয়েন্দা বিভাগের অবসর প্রাপ্ত কর্মকর্তা সুনন্দন দাস রতন, বিএমডিএর তত্ত্ববধায়ক প্রকৌশলী শহিদুর রহমান, গণমাধ্যমকর্মী, প্রান্তিক কৃষক, ডিপ টিউবওয়েল অপারেটরসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এর আগে নির্বাহী পরিচালক আব্দুর রশিদ, মতবিনিময় সভায় অংশগ্রহণকারীদের মধ্যে উঠে আসা বিভিন্ন অভিযোগ ও পরামর্শর জবাব দেন। তিনি সকল সম্যাস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগের কথা জানান। এছাড়াও ক্ষুদ্র নৃ গোষ্টিদের পানির জন্য আত্মহত্যার পথ না বেছে নিয়ে অভিযোগ ও প্রতিবাদ জানানোর পরামর্শ দেন। অভিযোগ পেলে তদন্দ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস প্রদান করেন এই কর্মকর্তা।
সিসিবিভিওর সমন্বয়কারী মো. আরিফের সঞ্চলনায় আরো উপস্থিত ছিলেন, সিসিবিভিওর নির্বাহী প্রধান সারওয়ার-ই- কামাল স্বপন, সিসিবিভিও কাকনহাট শাখা ইনচার্জ নিরারুল ইসলাম নিরবসহ অন্যান্য নেতৃবৃন্দ।