বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জেসিএমএস বিভাগের আয়োজনে চলচ্চিত্র উৎসব
নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবনে বাংলাদেশের ইতালীয় দূতাবাসের উদ্যোগে এবং চলচ্চিত্র বিষয়ক সংগঠন এর সহযোগিতায় সহ-আয়োজক হিসেবে এই উৎসবের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম এন্ড মিডিয়ার বিবেশ রায়।
অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রফেসর সঞ্জয় মুখোপাধ্যায়ের ফিল্ম তৈরি ও দেখা বিষয়ক বক্তব্য উপস্থাপন করা হয়। এরপর ইতালীয় তিনটি চলচ্চিত্রের অংশবিশেষ প্রদর্শন করা হয়।
এসময় অনুষ্ঠানে বিভাগের কো-অর্ডিনেটর শাতিল সিরাজ বলেন, চলচ্চিত্র শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তা করে। কারণ, তা একইসাথে দেখা, শোনা এবং উপলব্ধি করা যায়। তবে অবশ্যই সঠিক রীতি মেনে চলচ্চিত্র দেখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সালমা জান্নাত ঊর্মি, প্রভাষক রমজান আলী, সাজ্জাদ হোসেন, মুহাম্মদ রাকিব হোসাইন ও তন্দ্রা মন্ডল।
এছাড়াও বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।