রাজশাহী-নওগাঁ মহাসড়কে সাইকেল ও বাইকের সংঘ’র্ষে আহ’ত ১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩; সময়: ৩:১৬ অপরাহ্ণ |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী-নওগাঁ মহাসড়কে সাইকেল ও বাইক আরোহীর সং’ঘ’র্ষে সাইকেল আরোহী গুরুতর আ’হ’ত হয়েছেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে পবা উপজেলা কমপ্লেক্সের সামনে মহাসড়কে এ ঘটনা ঘটে।
আ’হ’ত ব্যক্তি পবা উপজেলার বাসিন্দা। তার নাম বাবু।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২ টার দিকে বাবু নামের এক সাইকেল আরোহী পবা উপজেলা কমপ্লেক্স থেকে বের হয়ে রাজশাহী-নওগাঁ মহাসড়ক হয়ে রাস্তা পার হওয়ার সময় রাজশাহীগামী এক বাইক আরোহী ধাক্কা দেয়। এসময় স্থানীয় জনতা বাইক আরোহীকে মারধোর করতে থাকে। পরে বাইক আরোহী তার বাইক ফেলে পালিয়ে যায়।
এসময় স্থানীয়রা আহত সাইকেল আরোহীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।