নৌকায় আস্থা জনগণ বুঝে গেছে: লতিফ বিশ্বাস
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৫ আসনের ভোটের মাঠে আবারো বিচারণ শুরু করেছেন আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী সাবেক মন্ত্রী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস। বুধবার তিনি দলীয় নেতাকর্মী নিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে বেলকুচি উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গ্রামে গণসংযোগ করেছেন।
দিনব্যাপী এ গণসংযোগ কালে তিনি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নে শেলবরিষা এবং ধুকুরিয়াবেড়া ইউনিয়নে খামার উল্লাপাড়া, লক্ষীপুর পিরারচর, ধুকুরিয়াবেড়া বাজার এবং কলাগাছি বাজারে প্রচার প্রচারণা চালিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন, সফলতার নানা দিক তুলে ধরে আগামীতে অগ্রগতির ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট প্রার্থনা করেন।
এসময় আরো তার সফরসঙ্গী ছিলেন বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি গাজী লুৎফর রহমান মাখন সহ সিনিয়র নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ওয়ার্ড আওয়ামী ও দলীয় নেতৃবৃন্দ।
এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি লতিফ বিশ্বাস দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, স্বাধীনতা উন্নয়ন অগ্রগতি সামাজিকতার প্রতীক নৌকাই হচ্ছে বাংলার মানুষের আশীর্বাদ। নৌকার জয়গান আছে বলেই আজ আমরা বিশ্বের বুকে সমৃদ্ধতার পথে এগিয়ে যাচ্ছি। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে আমাদেরকে কেউ দমাতে পারবেনা। ষড়যন্ত্র করে কোন লাভ নেই। নৌকাতেই যে উন্নয়ন জাতি তা বুঝে গেছে। জনগণের আস্থা তাই নৌকাতেই।
তিনি আরো বলেন, দেশবাসীর উপর ভরসা না থাকায় এখন একটি রাজনৈতিক দল বৈদেশিক মুরুব্বীদের দারস্ত হচ্ছে। তারাও বুঝে গেছে বিএনপি’র ছলাকলা। দেশকে জঙ্গি বাদের ঘাঁটি বানাতে তাই তাদের আর প্রশ্রয় দিচ্ছে না সেই মুরুব্বিরা। তাইতাল বেতাল হারিয়ে আবারো সহিংসতার পথ বেছে নিচ্ছে তারা। জনগণকে সাথে নিয়ে তাদের রুখবো মোরা। জনগণের ইচ্ছার বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই।
আগামীতে জনগণের ভোটে বিপুল সমর্থন নিয়ে আবারও আওয়ামীলীগের নৌকার বিজয় হবে। এজন্য সবাইকে শান্তির প্রতীক নৌকাতে ভোট দিতে হবে। দেশকে পৃথিবীর মধ্যে আরো উন্নত সমৃদ্ধ করে গড়তে হবে। এজন্য আবারো জাতির পিতা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীক নৌকায় ভোট দেয়ার আহ্বান জানাই।