নেইমারের আরও এক ব্যর্থতার দিনে জয়বঞ্চিত আল হিলাল

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৩; সময়: ১০:৪৪ am |
খবর > খেলা
নেইমারের আরও এক ব্যর্থতার দিনে জয়বঞ্চিত আল হিলাল

পদ্মাটাইমস ডেস্ক : সৌদি প্রো লিগে নেইমার জুনিয়রের অভিষেক ম্যাচে বড় জয় পেয়েছিল আল হিলাল। সৌদি ক্লাবটি আল রিয়াদের বিপক্ষে জয় পেয়েছিল ৬-১ গোলে। সে ম্যাচে বদলি হিসেবে নেমে অভিষিক্ত হওয়া নেইমার অবশ্য গোল করতে পারেননি।

এরপর ক্লাবটির হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও নিজের ছায়া হয়ে ছিলেন সেলেসাও স্ট্রাইকার। সে ম্যাচেও তিনি পাননি গোলের দেখা, এমনকি গোল করাতেও পারেননি। একই অবস্থা হয়েছে নতুন ক্লাবের জার্সিতে ব্রাজিলিয়ান তারকার তৃতীয় ম্যাচেও।

গতকাল আল হিলালের হয়ে নিজের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন নেইমার। দামাকের বিপক্ষে সে ম্যাচে প্রথমে এগিয়েও গিয়েছিল নেইমারের দলই।

তবে শেষ পর্যন্ত আর জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। এদিকে দলের হয়ে কালও গোলের দেখা পাননি ব্রাজিলিয়ান তারকা, সতীর্থদের দিয়ে করাতেও পারেননি কোনো গোল।

দামাকের ঘরের মাঠে গতকাল খেলতে নেমে শুরুতেই এগিয়ে যায় আল হিলাল। ম্যাচের ৯ মিনিটের মাথায়ই কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে জয়সূচক গোল করা ফুটবলার সালেম আল দাওসারির পাস থেকে লক্ষ্যভেদ করেন আল হিলালের আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম।

শুরুতেই এগিয়ে যাওয়া আল হিলাল প্রথমার্ধ্বেই আরও কয়েকটি সুযোগ পেয়েছিল গোল করার। তবে তারা সেসব কাজে লাগাতে পারেননি। নেইমার নিজেও ব্যর্থ হয়েছেন লক্ষ্যভেদ করার দারুণ এক সুযোগ কাজে লাগাতে।

এদিকে ম্যাচের দ্বিতীয়ার্ধ্বেও কাল বারবার আক্রমণে গিয়েছে আল হিলাল। তবে দামাকের রক্ষণে চিড় ধরিয়ে গোলের দেখা পেয়েছে ব্যর্থ হয়েছে নেইমাররা। এদিকে ম্যাচের ৬৮ মিনিটের মাথায় একটি ফ্রি কিক পায় দামাক।

আর দুর্দান্ত একটি শটে লক্ষ্যভেদ করেন রোমানিয়ার নিকোলা স্তানচিউ। এরপর দুই দলই এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তবে শেষ পর্যন্ত ম্যাচে আর গোল না হওয়ায় ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় নেইমারদের।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে