বাংলাদেশ ব্যাংকে আগুনের ফলস অ্যালার্ম : ফায়ার সার্ভিস

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৩; সময়: ৩:২২ pm |
বাংলাদেশ ব্যাংকে আগুনের ফলস অ্যালার্ম : ফায়ার সার্ভিস

পদ্মাটাইমস ডেস্ক : রাজধানীর মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংকে আগুনের অ্যালার্ম বেজে ওঠার সংবাদ পেয়েছিল ফায়াসার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল চারটি ইউনিট। তবে সেটি ফলস অ্যালার্ম ছিল বলে জানা গেছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি বলেন, আজ দুপুর ২টা ৩২ মিনিটের দিকে বাংলাদেশ ব্যাংকে ফায়ার এলার্ম বেজেছে বলে আমরা এমন একটি সংবাদ পেয়েছি।

সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। পরে আমরা জানতে পারি তা ফলস অ্যালার্ম ছিল।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে