রাজশাহীতে ইয়ামাহা বাইক শোরুমের যাত্রা শুরু শনিবার

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৩; সময়: ১০:৪৪ pm |
রাজশাহীতে ইয়ামাহা বাইক শোরুমের যাত্রা শুরু শনিবার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে বাইক প্রেমীদের চাহিদা পূরণে ইয়ামাহা নতুন বাইক শোরুম ও সার্ভিসের সেন্টারের অফিসিয়াল যাত্রা শুরু ২৩ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪ ঘটিকায়। স্বনামধন্য প্রতিষ্ঠান এফ.জে. মটরস লিমিটেড এর আমদানিকারকে নগরীর শালবাগানের উত্তরে বিমানচত্বরের কাছাকাছি গ্লোবাল নাসিং কলেজের বাম পাশে ও ওয়াসা ভবনের অবষিটে ফ্রেন্ডস ভেলী টাওয়ারের নিচ তলায় অবস্থিত Yamaha flagship Centre Rajshahi নামক শোরুমের অফিসিয়াল ভাবে যাত্রায় নির্ধারিত সময়ে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো: জামাল হোসেন।

সরজমিনে ও খোঁজ নিয়ে জানা যায়, প্রাণ মুগ্ধকর পরিবেশ সাজিয়ে ইয়ামাহার বিভিন্ন মডেলের বাইক সারি সারি করে রাখা হয়েছে। পাশাপাশি উন্নত প্রযুক্তির মাধ্যমে সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। দীর্ঘদিন থেকে এই উদ্বোধন নিয়ে পদ্মাটাইমস সহ রাজশাহীর দুইটি স্থানীয় দৈনিক পত্রিকায় Yamaha flagship Centre Rajshahi এর নামের বিশাল শোরুমের শুভ উদ্বোধন নিয়ে নিয়মিত বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছিলো।

অবশেষে শনিবার (২৩) বিকাল ৪ টায় এ শোরুম উদ্বোধন করা হবে। এসময় ঘোড়ার গাড়ির র‍্যালি সহ ৮০-১২০ বাইকের শোডাউন করার বিষয়ও জানা যায়। এছাড়া শোরুমে ইয়ামাহার বাহারি রকমের বাইক ক্রয়ের পাশাপাশি সার্ভিসে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে প্যাকেজে ৫০%, ৪০% পাবেন বাইক প্রেমীরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে