বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় মানবতা কোথায় ছিল : মুক্তিযুদ্ধমন্ত্রী
পদ্মাটাইমস ডেস্ক : বিএনপিকে কটাক্ষ করে বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধু ও পরিবারের সদস্যদের হত্যাকান্ডের সময় মানবতা কোথায় ছিল। শুক্রবার রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনাসভায় বিএনপির উদ্দেশ্যে এ প্রশ্ন করেন তিনি।
সভার প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘কিছু দেশ আমাদের মানবতা ও মানবাধিকারের কথা বলে কিন্তু ১৯৭৫ বঙ্গবন্ধু সপরিবারে হত্যা করা হয়েছিল তখন কোথায় ছিল মানবতা?’
‘জিয়াউর রহমান ছিলেন একজন খুনি এবং তার সময় গুম, খুন বিনা বিচারে হত্যা শুরু হয়। তারা বঙ্গবন্ধুকে হত্যা করে দেশে খুনের রাজনীতি শুরু করে। মাননীয় প্রধানমন্ত্রীকে তারা ২১ বার হত্যা করার পরিকল্পনা করেছিলেন।’
আলোচনা সভায় আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘ট্রুথ কমিশন গঠন করে যারা বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা এবং ১৯৭৭ সালে সেনা ও বিমান বাহিনীর গর্বিত সৈনিকদের হত্যা করেছিল, তাদের মরণোত্তর বিচার করতে হবে।’
‘মায়ের কান্না’ নামের একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত এই আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন রংপুর-২ আসনের সংসদ সদ্য আবুল কালাম আহসানুল হক চৌধুরি ডিউক, মানবাধিকারকর্মী এস এম আব্রাহাম লিংকন, বীর মুক্তিযোদ্ধা ও পুলিশের সাবেক এসপি মাহবুব উদ্দিন আহমেদ বীরবিক্রম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন।
সভায় সভাপতিত্ব করেন ‘মায়ের কান্না’র উপদেষ্টা নাহিদ এজাহার খান এমপি।