ভিসানীতি নিয়ে সরকার নয়, বিএনপি চাপে আছে : শিক্ষামন্ত্রী

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৩; সময়: ৪:১৩ pm |
ভিসানীতি নিয়ে সরকার নয়, বিএনপি চাপে আছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ভিসানীতি নিয়ে সরকার নয়, বরং বিএনপি চাপে আছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার দুপুরে রাজশাহীর মাদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশ শীর্ষক বিভাগীয় শিক্ষক সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, সরকার ও নির্বাচন কমিশন স্বচ্ছতার সাথে ভোট গ্রহণ করতে চায়। তাই বর্তমান সরকার ভিসানীতি নিয়ে কোন চাপ অনুভব করছে না।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা চাই না একদিনে ৫০০ জায়গায় বোমা ফাঁটুক, আমরা চাই একদিনে ৫০০ টি মডেল মসজিদ উদ্বোদন হোক।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মহাপরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব কামাল হোসেন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদ।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে