রাজশাহীতে ইয়ামাহা বাইক শোরুমের যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে বাইক প্রেমীদের চাহিদা পূরণে ইয়ামাহার নতুন বাইক শোরুম ও সার্ভিস সেন্টারের অফিসিয়াল যাত্রা শুরু হয়েছে। স্বনামধন্য এই প্রতিষ্ঠানের আমদানিকারক এফ.জে. মটরস লিমিটেড।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে নগরীর শালবাগানের উত্তরে বিমানচত্বরের কাছাকাছি গ্লোবাল নার্সিং কলেজের বাম পাশে ও ওয়াসা ভবনের বিপরীতে ফ্রেন্ডস ভেলী টাওয়ারের নিচ তলায় অবস্থিত Yamaha flagship Centre Rajshahi নামক এই শোরুমের অফিসিয়াল ভাবে ফিতা ও কেক কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো: জামাল হোসেনের মেয়ে জেনিফা ইয়াসফিন।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকার আলিশা মার্টের পরিচালক মাহবুবুর রহমান, বেলনা টেকনিক্যাল বিজনেস এন্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অধ্যক্ষ মোনারুল ইসলাম, মোহনপুর ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে শোরুমের সাফল্য ও মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এদিকে, Yamaha flagship Centre, Rajshahi শোরুম উদ্বোধন উপলক্ষ্যে ইয়ামাহার বাহারী রকমের বাইক ক্রয়ের পাশাপাশি সার্ভিসে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে প্যাকেজ অনুযায়ী ৪০-৫০ শতাংশ ছাড় পাবেন বাইক প্রেমীরা।