পোরশায় ব’জ্র’পা’তে নিহত ১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৩; সময়: ৭:০০ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় পুনর্ভবা নদীতে মাছ ধরতে গিয়ে ব’র্জ্র’পা’তে এক ব্যক্তি নিহত হয়েছে। সে উপজেলার নিতপুর চকবিষ্ণপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলের রফিকুল ইসলাম (৫০)।
জানা গেছে, শনিবার দুপুর রফিকুল পূর্ণভবা নদীতে জাল নিয়ে মাছ ধরতে যায়। এসময় বৃষ্টি শুরু হলে বৃষ্টির সাথে বজ্রপাত হয়। ফলে ঘটনাস্থলেই সে মারা যায়।