নির্বাচন নিয়ে দু: শ্চিন্তায় মার্কিনীরা : লালপুরে রাশেদ খানন মেনন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৩; সময়: ৭:১৫ pm |
নির্বাচন নিয়ে দু: শ্চিন্তায় মার্কিনীরা : লালপুরে রাশেদ খানন মেনন

নিজস্ব প্রতিবেদক, লালপুর : বাংলাদেশর ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খানন মেনন এমপি বলেছেন, মার্কিনীদের আসল লক্ষ্য সরকারকে ভয় দেখানো। সরকার যাতে তাদের কাছে নতজানু হয় তাদের ইন্দোপ্যাসিফিক নীতি মেনে নেয়, বঙ্গোপসাগারে তাদের অবস্থান নিশ্চিত করে।

এজন্য নির্বাচনের আগেই নির্বাচন নিয়ে দু:শ্চিন্তায় মার্কিনীরা ভিসানীতি প্রয়োগ করেছে। এটা যেন ঝিকে মেরে বউকে শেখানোর শামিল। কিন্তু এদেশেরে মানুষকে সপ্তম নৌবহর পাঠিয়ে ভয় দেখানো যায় নি। এই মানুষই মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছে। কারো হুকুমজারিতে নয়, এদেশের জনগনই শান্তিপূর্ন নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে।

তিনি আরো বলেন, নির্বাচন ছাড়া এ দেশে ক্ষমতায় যাওয়ার কোন পথ নেই। বিএনপি নাকি এই সরকারের আধীনে নির্বাচন করবে না। তারা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর পদত্যাগ চায়। এটা মামা বাড়ির আবদার ? জনগণ ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করেছে। কারো কথা মত নির্বাচন হবে না। সংবিধানের ভিত্তিতে নির্বাচন হবে। বিএনপি অংশ না নিলেও নির্বাচন হয়ে যাবে। তারা নির্বাচনি ট্রেন মিস করবেন। তারা বিদেশীদের কাছে ধর্ণা দিয়েছে। এটা মনে রাখতে হবে কারো চোখ রাঙ্গানিতে নির্বাচন হবে না।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে নাটোরের লালপুরে আখচাষী নেতা শহীদ কমরেড আব্দুস সালামের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উত্তরবঙ্গ চিনিকল আখ চাসী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরর সদস্য নূর আহমেদ বকুল, নাটোর জেলা ওযার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এ্যাড. লোকমান হোসেন বাদল, জাতীয় কৃষক সমিতির নাটোর জেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিজান, উত্তরবঙ্গ আখচাষী সমিতির সাধারন সম্পাদক সুকুমার সরকার, শ্রমিক নেতা আবদুর রব, জেলা যুবমৈত্রির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ প্রমুখ।

উল্লেখ্য, ১৯৯২ সালের ২২ শে জুন নর্থ বেঙ্গল সুগার মিলের ২ নং গেটের সামনে প্রকাশ্য দিবালোকে আখ চাষী নেতা আব্দুস সামাদ কে গুলি করে হত্যা করে দুবৃর্ত্তরা। দীর্ঘ৩১ বছরেও সেই হথ্যা কান্ডের বিচার সম্পন্ন হয় নি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে