ইনজুরি নিয়ে এখনও ‘অস্বস্তিতে’ তামিম

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩; সময়: ১০:১৯ am |
খবর > খেলা
ইনজুরি নিয়ে এখনও ‘অস্বস্তিতে’ তামিম

পদ্মাটাইমস ডেস্ক : প্রায় ৮০ দিন পর মাঠে ফিরেছেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। চোট ও নাটকীয় অবসরের পর তিনি যে ফেরার চেষ্টা-টা ভালোভাবেই করেছেন, সেটি গতকালের (শনিবার) ইনিংসে ফুটে উঠেছে।

যদিও ৫৭ বলে ৪৪ রান করেই আউট হয়ে যান তিনি। বিশ্বকাপের আগে যা টিম টাইগার্সের জন্যও বেশ ইতিবাচক। তবে এখনও এই দেশসেরা ওপেনার চোটের কারণে অস্বস্তিতে আছেন।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘সত্যি বলতে আমি নার্ভাস ছিলাম। যদি বলি সাধারণ একটা ম্যাচ, সত্যি কথা বলা হবে না।

গত কয়েক মাস যা হয়েছে, তারপর আমি যখন ব্যাট করতে নামছিলাম, অবশ্যই নার্ভাস লাগছিল। তবে প্রথম ওভারের পরই সেটি কেটে গেছে।’

তামিম পিঠের চোটে ভুগছেন মাস দশেকের মতো। দীর্ঘদিন পর মাঠে ফিরলেও পিঠের সেই চোটের অস্বস্তি এখনও রয়েছে বলে নিজেই জানিয়েছেন, ‘মাঠে নেমে ভালো লাগছে।

ফিল্ডিংয়ের ৫০ ওভার আর ব্যাট হাতে ২০ ওভার, ভালোই লাগছিল। তবে এখনও অস্বস্তি রয়েছে। স্টিল লটস অব ডিসকমফোর্ট ইন মাই ব্যাক। ফিজিও এবং আমিও চেষ্টা করছি কাটিয়ে ওঠার। তবে এটা সত্যি, এখনও কিছুটা অস্বস্তি আছে।

‘ব্যাটিং বা ফিল্ডিং হোক, মাঠে সময় কাটানোর দরকার ছিল। শরীর কীভাবে রিঅ্যাক্ট করছে এটা বোঝার জন্য। ডিফিকালিটিজ ছিল, এখনও আছে। সামনে কীভাবে কী করব এটা সেই প্রশ্ন যার উত্তর খোঁজা হচ্ছে।

আন্তর্জাতিক ম্যাচে যখন ব্যাট করছি, আমাকে নিজের সেরাটা দিতে হবে। আমি সেই চেষ্টাই করেছি। এমন না যে মাঠে নামলাম আর খেললাম। এটা মানসম্পন্ন বোলিং আক্রমণের বিপক্ষে একটা ম্যাচ।

আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি’, যোগ করেন তামিম।এর আগে শতভাগ ফিট না থাকা নিয়ে মন্তব্য করে আফগানিস্তান সিরিজের আগে ব্যাপক আলোচনার পড়েন তামিম।

আবারও সে বিষয় নিয়ে রসিকতা করে তামিম বলেন, ‘মেডিকেল টিম সিদ্ধান্ত নেবে আমাকে কীভাবে ম্যানেজ করবে।
এটা হয়তো পুরোপুরি সমাধান হবে না। যতটা মিনিমাইজ করে এগোতে পারি, আশা করি সেভাবেই পরিকল্পনা হবে।

ইনজুরির পর এতদিন পর খেলতে এসেছি, আমি তো শতভাগ… আবার হান্ড্রেড পারসেন্ট বলেছি ভাই, আরেক বিপদ…(হাসি) ভাই ৯৯ শতাংশ ফিটও মানুষ হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে