মচমইল উচ্চ বিদ্যালয় এসএসসি-১৯৮৮ ব্যাচের মিলন মেলা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩; সময়: ১২:২২ pm |
মচমইল উচ্চ বিদ্যালয় এসএসসি-১৯৮৮ ব্যাচের মিলন মেলা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারা মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয় এসএসসি-১৯৮৮ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ে এ মেলা অনুষ্ঠিত হয়।

ওই ব্যাচের ছাত্র ও নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুদ্দীন প্রামানিকের সভাপতিত্বে অতিথি ছিলেন নওহাটা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ তৈয়ব আলী, মৌগাছী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, দারুশা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এসএম কামরুল।

অনুষ্ঠানে মোশাররফ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন এনামুল হক, আব্দুল আলীম, কাজিম উদ্দিন, জোনাব আলী, আশরাফুল ইসলাম, আমজাদ হোসেন, আনসার আলী, মুন্জুর রহমান, রতন কুমার, মকবুল হোসেন, খগেন্দ্র নাথ, আবুল হোসেন, মাহবুবুর রহমান, ওবায়দুর রহমান, আনোয়ার হোসেন, শুকুর আলী প্রমুখ।

উপস্থিত সদস্যরা ব্যাচের অসহায় ও অসুস্থ বন্ধুদের সাহায্যের লক্ষ্যে তহবিল গঠন এবং বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে